মহাখালী বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা বৃহস্পতিবার

এবার রাজধানীর মহাখালী বাজারকে ফরমালিনমুক্ত করার উদ্যোগ নিয়েছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার মহাখালী কাঁচাবাজারে ফরমালিন ও বিষাক্ত কার্বাইড সনাক্তকরণের জন্য ‘ডি-হাইড্রেড মেশিন’ স্থাপন করা হবে।

প্রধান অতিথি হিসেবে এ‍ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। এ সময় উপস্থিত থাকবেন সংসদ সদস্য মমতাজ বেগম, এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদ, প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

স্ট্যান্ডার্ড  ব্যাংক লিমিটেডের অর্থায়নে এ ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। এর আগে এফবিসিসিআই’র অর্থায়নে মালিবাগ ও শান্তিনগর বাজারে ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপিত হয়েছে। বাজার দু’টিতে ফরমালিন সনাক্তরণ মেশিন স্থাপনের পর বাজারের বিক্রি বেড়ে যায়। ভোক্তাদের আস্থার সঙ্গে বাজার দু’টি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দেখা যায়।

পর্যায়ক্রমে ঢাকার প্রধান প্রধান কাঁচাবাজারগুলোতে ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপন করবে এফবিসিসিআই।

অর্থ বাণিজ্য বাংলাদেশ রাজনীতি