পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা ঢাকা আসছেন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা ঢাকা আসছেন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে যে কোনোদিন ঢাকায় আসছেন। এখনও তার ঢাকায় আসার নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।

আগামী ২২ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ (উন্নয়নশীল আট দেশের জোট)-এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দিতেই তিনি ঢাকায় আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

বৈঠকে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা, উত্তরসূরি রাষ্ট্র হিসেবে অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়, আটকে পড়া পাকিস্তানিদের স্বদেশে প্রত্যাবাসন এবং বাংলাদেশকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান  নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ