পুলিশের ওপর হামলার ঘটনা তদন্তে নেপথ্য নায়কদের নাম বেরিয়ে আসবে : ড. মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৬টি মামলা হয়েছে। মামলার তদন্তে বেরিয়ে আসবে নেপথ্যে নায়কদের নাম।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাত পৌনে ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সোমবার ও মঙ্গলবার জামায়াত-শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় ভারপ্রাপ্ত আইজিপি এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশব্যাপী জামায়াত-শিবিরের এ হামলার ঘটনায় আইন-শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জড়িতদের কোন ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। এজন্য সরকার জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রম কঠোর হাতে দমন করবে।
ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া রহিত করার জন্যই জামায়াত-শিবির নেতা-কর্মীরা দেশব্যাপী এ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি বলেন, তারা (জামায়াত-শিবির) পুলিশের ওপর অতর্কিত হামলা করে তাদের আহত করেছে। তা বরদাশত করা যায় না। এসব নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
রাজনীতি