বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হয়েছেন। এর মধ্যদিয়ে তিনি আরো চার বছর মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করার সুযোগ পেলেন। জয়ের জন্য ২৭০ ইলেকটোরাল ভোটের প্রয়োজন হলেও ওবামা তার চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা পেয়েছেন ৩৩২টি ইলেকট্রোরাল ভোট।
তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি ২০৬ ইলেকটোরাল ভোট পেয়ে পরাজিত হন। ভোট গণনা শেষ হওয়ার আগেই মিট রমনি আনন্দের সঙ্গে পরাজয় মেনে নিয়ে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই লুকিয়ে রয়েছেন।
মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে ৫টি বেশি অর্থাৎ ২৭৫ টি ভোট নিশ্চিত হওয়ার পর কেবল ওবামা শিবিরেই নয়, গোটা আমেরিকাই আনন্দে মেতে ওঠে।
কিছুক্ষণের মধ্যেই মেকরমিক কনভেনশন সেন্টারে এসে ভাষণ দেয়ার কথা পুনঃনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ওবামার।
ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই টিভি পর্দায় কখনো ওবামা আবার কখনো মিট রমনির এগিয়ে থাকার খবর আসতে থাকে।
এ নিয়ে দুই শিবিরেই চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার পর বিবিসি ও সিএনএন ওবামার বিজয়ের খবর প্রচার করে। তখন বিশ্বজুড়ে ওবামা সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে।
এর আগে ভোট গণনার শুরুতে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য শিকাগো, ফ্লোরিডা, কানেকটিকা, নিউ ইয়র্ক, নিউ জার্সিতে প্রেসিডেন্ট বারাক ওবামা বিজয়ের খবর আসে। এছাড়া সবচেয়ে বড় অঙ্গরাজ্য হিসাবে পরিচিত ক্যালিফোর্নিয়ায় ওবামার এগিয়ে থাকার খবরে এই ডেমোক্র্যাট প্রার্থীর বিজয় একরমক নিশ্চিত হয়ে যায়।
এদিকে যে কয়টি রাজ্যে মিট রমনি বিজয়ী হন তাদের মধ্যে অ্যারিজোনা, ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলিনা, ট্রেঙাস ও ওয়েস্ট ভার্জিনিয়া রয়েছে।
ভোট গণনার শুরুতেই নির্বাচনের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে সিনেটর এ্যাসিসট্যান্ট মেজরিটি লিডার ডিক ডারবিন জানান, ওবামা মেকরমিক কনভেনশন সেন্টারে সর্বশেষ ভাষণ দিবেন। তিনি নির্বাচনে ওবামার জয়ের ব্যাপারে প্রথম দিক থেকেই আশাবাদী ছিলেন।
তবে ভোটের দিন বুথফেরত জরিপে প্রধান দুই প্রার্থী ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিল।