মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি পরাজয় মেনে নিয়েছেন।
ভোটের ফলাফল ঘোষণার মাঝখানে পরাজয় নিশ্চিত হওয়ার পর বোস্টনে এক প্রতিক্রিয়ায় রমনি নিজের পরাজয় মেনে নিয়ে ওবামার সাফল্য কামনা করেন।
প্রতিক্রিয়ায় তিনি দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের টিকেট পাওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। সদা হাস্যোজ্জল চেহারার রমনিকে পরাজয়ের পরও শান্ত ও ধীর থেকে তার সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
ভোটের প্রাথমিক ফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো ওবামার নিশ্চিত বিজয়ের খবর দেয়ার পর স্ত্রী অ্যান ও রানিংমেট পল রায়ানকে সঙ্গে নিয়ে বোস্টনে নিজের নির্বাচনী দপ্তরে উপস্থিত হন রমনি।
আবেগাাপ্লুত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমি এই মাত্র প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোন করে তাকে অভিনন্দন জানিয়েছি। তিনি বলেন, আমার বিশ্বাস এই কঠিন এই সময়ে আগামী চার বছর প্রেসিডেন্ট ওবামা আমেরিকানদের সঠিক পথেই নিয়ে যাবেন।
রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ানকে ধন্যবাদ জানিয়ে রমনি বলেন, স্ত্রীর পর রায়ানই হচ্ছেন তার বেছে নেয়া সবচেয়ে সঠিক ব্যক্তি। অ্যানও দারুণ একজন ফার্স্ট লেডি হতে পারত।
এর আগে জরিপে ভোটযুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিলেও ফলাফলে তা এতোটা প্রতিফলিত হয়নি। এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি। তারপরও রমনি পরাজয়ের দায়ভার মেনে নিয়েছেন।
পরাজয় মেনে নেওয়া ও বিজয়ীকে অভিনন্দন জানানোর প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও উন্নত রাজনৈতিক সংস্কৃতির একটি বড় দিক বলে মনে করছেন বিশ্লেষকরা ।