ওবামার দাদি বললেন,“খুবই কঠিন প্রতিযোগিতা..”

ওবামার দাদি বললেন,“খুবই কঠিন প্রতিযোগিতা..”

“আমি তার জন্যে প্রার্থণা করি, যেন সৃষ্টিকর্তা তাকে সাহায্য করেন।  এটা খুবই কঠিন প্রতিযোগিতা, আমি তার জন্যে দোয়া করছি। যদি সে আবারও ক্ষমতায় আসতে পারে, ঈশ্বর তাকে অবশ্যই আরও সফল করবেন।” স্থানীয় ধোলুও ভাষায় সাংবাদিকদের কাছে এভাবেই নিজের অনুভূতি তুলে ধরেন বারাক ওবামার দাদি সারা ওবামা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার দাদার তৃতীয় স্ত্রী এই সারাহ ওবামা। পশ্চিম কেনিয়ায় অবস্থিত গ্রাম কোগেলোতে নিজের বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ বছরই ৯০ বছরে পড়তে যাচ্ছেন সারা ওবামা। দাদার স্ত্রী হলেও মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে কোনো রক্তের সর্ম্পক নেই তার। কিন্তু ওবামা তাকে “মামা সারাহ” বলেই সম্বোধন করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাদি, এই বিবেচনায় প্রায় ২৪ ঘন্টাই তাকে পুলিশি নিরাপত্তা দেয় কেনীয় কর্তৃপক্ষ।

পশ্চিম কেনিয়ার মূল শহর কিসুমু থেকে সারার নিজ গ্রাম কোগেলো‘র দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। চার বছর আগে ওবামা যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর অবশ্য প্রচারের আলো এসে পড়ে অখ্যাত এই গ্রামটিতে। পাশাপাশি বেশ উন্নয়নও হয়েছে এতদিন ধরে অবহেলিত থাকা এলাকাটির।

উন্নতির ছোয়া লেগেছে প্রধান সড়কটিতে। স্থানীয় অধিবাসীদের বাসস্থানে বিদ্যুৎ ও পানির সংযোগও দেয়া হয়েছে।

আন্তর্জাতিক