প্রস্তুতি ম্যাচ হচ্ছে : তবে দুই দিনের

প্রস্তুতি ম্যাচ হচ্ছে : তবে দুই দিনের

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বিসিবি একাদশ দলের পূর্বনির্ধারিত ৩ দিনের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে কী-না, এই নিয়ে সারাদিনই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান এনায়েত উদ্দীন সিরাজ জানালেন, প্রস্তুতি ম্যাচ হচ্ছে, তবে দুই দিনের।

গত দিনদিন ধরে দিনভর বৃষ্টিতে সাভারের বিকেএসপির মাঠ পানিতে সয়লাব। এ অবস্থায় মাঠ খেলার উপযুক্ত হতে অন্তত তিনদিন লাগার কথা। আজ বুধবার রোদ ওঠায় প্রস্তুতি ম্যাচ নিয়ে কিছুটা আশার আলো দেখছেন বিসিবির কর্মকর্তারা। তিনদিনের ম্যাচটিকে একদিন কমিয়ে দু’দিনে নামিয়ে এনেছেন তারা।

পূর্ব-নির্ধারিত শিডিউল অনুযায়ী আগামিকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। মুশফিকুর রহিমের নেতৃত্বে সেই অনুযায়ী বিসিবি একাদশ নামে ১২ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবির নির্বাচক কমিটি। প্রথম টেস্টের জন্য চূড়ান্ত স্কোয়াড বাছতে এই ম্যাচটির ওপর অনেকটাই নির্ভর করছেন বিসিবি নির্বাচকরা।

অন্যদিকে টেস্ট সিরিজ উপলক্ষ্যে বাংলাদেশ দল তেমনভাবে প্রস্তুতির সুযোগ পায় নি। যে কারণে অধিনায়ক মুশফিকুর রহিম নিজে থেকেই প্রস্তুতি ম্যাচে খেলতে চেয়েছেন। তাছাড়া বাংলাদেশ দলের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের জন্যও একটা প্রস্তুতি ম্যাচ খুবই প্রয়োজনীয়।

সব মিলিয়ে প্রস্ততি ম্যাচের গুরুত্ব উপলব্ধি করেই আবহাওয়ার বৈরিতা সত্ত্বেও শুক্র ও শনি, এই দুই দিন ম্যাচটির আয়োজন করছে বিসিবি কর্তৃপক্ষ। এতে অন্তত দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ পাবে উভয় দলই।

এদিকে গত সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালেও, বুধবার দুপুরে প্রথম অনুশীলনে আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রায় আড়াই ঘন্টা মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর ও ইনডোরসংলগ্ন নেটে অনুশীলন করেন গেইল, স্যামি, নারাইনরা।

প্রস্তুতি ম্যাচের সময় একদিন কমে যাওয়ায় বাংলাদেশের ২২ জনের টেস্ট স্কোয়াড আগামিকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মিরপুরে শেন জার্গেনসেনের অধীনে অনুশীলন করবেন। দুপুরে আবার অনুশীলনে আসবেন স্যামি বাহিনী।

খেলাধূলা