চ্যানেল টুয়েন্টিফোরে শুরু হচ্ছে সংগীত বিষয়ক নতুন অনুষ্ঠান ‘মিউজিক ভিলেজ’। অনুষ্ঠানে মিউজিকের সর্বশেষ তথ্য সহ থাকছে মিউজিকের নানা বিষয়। ফাহিম ফয়সালের গ্রন্থনা ও গবেষণায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাজমুল হুদা শাপলা।
মিউজিক ভিলেজের প্রথম পর্বের অতিথি সংগীতশিল্পী ও কম্পোজার ইবরার টিপু। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন প্রমা পাবনি। অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টা ১০ মিনিটে চ্যানেল টুয়েন্টিফোরের পর্দায় প্রচারিত হবে।
নতুন একটি গান কিভাবে তৈরী হয় তা নিয়ে বরাবরই দর্শক-শ্রোতাদের আগ্রহ থাকে। দর্শকের এ আগ্রহের জন্য থাকছে ‘মিউজিক ফ্যাক্টরি’। যেখানে নতুন একটি গান তৈরীর প্রক্রিয়া থেকে স্টুডিও রেকর্ডিংয়ের বিষয়ে দেখানো হবে।
এছাড়া এতে থাকছে অডিও বাজারে সদ্য প্রকাশিত হওয়া নতুন নতুন সব অডিও অ্যালবামের তথ্য। বিলবোর্ড জরিপে সপ্তাহে টপ চার্টের সেরা গানগুলো অনুষ্ঠানে দেখানো হবে। থাকছে নতুন অ্যালবামের জনপ্রিয় মিউজিক ভিডিও। সিনেমার গান নিয়ে থাকবে ‘সিনে মিউজিক অ্যান্ড অ্যালবাম’। নতুন মুক্তি পাওয়া সিনেমার গানের জনপ্রিয় গানও দেখা যাবে অনুষ্ঠানে। অনুষ্ঠানে ‘ইন্ট্রো অব ইনস্ট্রুমেন্টস’ অংশে থাকছে একটি বাদ্যযন্ত্রের পরিচিতি। যেখানে সমগোত্রীয় বাদ্যযন্ত্র সম্পর্কে দর্শকদের ধারণা দেয়া হবে। ওয়ার্ল্ড মিউজিক সেগমেন্টে থাকছে জনপ্রিয় একটি গান। অনুষ্ঠানের স্টুডিওতে একজন তারকা অতিথি থাকবেন, যিনি উপস্থাপকের সঙ্গে মিউজিকের বিভিন্ন জানা-অজানা বিষয় নিয়ে আড্ডা দেবেন, কথা বলবেন। আড্ডার ফাঁকে তিনি গেয়ে শোনাবেন তার প্রিয় কিছু গান।