বিদ্যুৎহীন কিউবার লাখ লাখ মানুষ

বিদ্যুৎহীন কিউবার লাখ লাখ মানুষ

জাতীয় গ্রিডে গোলযোগের কারণে কিউবাজুড়ে মারাত্মক বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কিউবার জাতীয় বৈদ্যুতিক দেশটির জ্বালানি ও খনি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী হাভানা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৮টা ১৫ মিনিট নাগাদ হাভানায় একটি বৈদ্যুতিক সাবস্টেশন ব্যর্থ হয়, যার ফলে রাজধানীসহ পশ্চিম কিউবার একটি বিশাল অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
গ্রিড মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় আনার কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন, হাভানাজুড়ে আলো নেই। কেবল কয়েকটি পর্যটন হোটেল জ্বালানিচালিত জেনারেটরে চালিয়েছে। সিএনএনের একটি ভিডিওতে রাজধানী হাভানার পথঘাট ও ভবনগুলোকে অন্ধকারে ডুবে থাকতে এবং লোকজনকে বৈদ্যুতিক টর্চ নিয়ে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে।

রাজধানীর পূর্ব এবং পশ্চিম উভয় প্রান্তের প্রদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে কিউবার বিদ্যুতের মূল সরবরাহ লাইনে সমস্যা দেখা দিলে প্রায় এক কোটি মানুষ অন্ধকারে ডুবে যায়।

ভঙ্গুর অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে লম্বা সময় ধরেই হিমশিম অবস্থা ক্যারিবিয় দেশটির। এর মধ্যে বড় ধরনের এই বিদ্যুৎ বিপর্যয়কে সরকারের ধারাবাহিক ব্যর্থতার আরেকটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের শেষের দিকেও দেশব্যাপী একাধিক বিদ্যুৎ বিভ্রাটের পর গ্রিড ব্যর্থতা দেখা দেয়।
গত অক্টোবরে প্রায় এক সপ্তাহের জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল কিউবা। সে সময় দেশটির বেশিরভাগ অংশে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছিল, যা ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। কয়েক মাস ধরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট এখন স্বাভাবিক ঘটনা। খাদ্য, ওষুধ এবং পানির তীব্র সংকট অনেক কিউবার জীবনকে ক্রমশ অসহনীয় করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড সংখ্যক কিউবান দ্বীপ ছেড়ে চলে গেছে।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক শীর্ষ খবর