যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

কানাডা প্রায় ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের আমেরিকান আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বুধবার থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর কানাডা এই ঘোষণা দেয়। খবর দ্য গার্ডিয়ানের।

কানাডিয়ান সরকার জানিয়েছে যে তারা ‘ডলার-বাই-ডলার’ পদ্ধতি অনুসরণ করবে এবং আমেরিকান আমদানির ওপর ২৫% শুল্ক আরোপ করবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয, স্থানীয় সময় বুধবার সকালে কানাডা একগুচ্ছ প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কোটি কোটি ডলার মূল্যের কম্পিউটার, ক্রীড়া সরঞ্জাম এবং ঢালাই লোহার পণ্যকেও শুল্কের লক্ষ্যবস্তু করতে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডার জ্বালানিমন্ত্রী জোনাথন উইলকিনসন জানিয়েছেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি সীমিত করার মতো অশুল্ক ব্যবস্থা আরোপ করতে পারে। এ ছাড়া খনিজ পদার্থের ওপর রপ্তানি শুল্ক আরোপ করতে পারে।

আন্তর্জাতিক শীর্ষ খবর