২৭ লাখ টিভি দর্শক লাদেনকে নিয়ে নির্মিত ছবি দেখেছে

২৭ লাখ টিভি দর্শক লাদেনকে নিয়ে নির্মিত ছবি দেখেছে

প্রায় ২৭ লাখ টিভি দর্শক ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে প্রচারিত আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যায় পরিচালিত মার্কিন কমান্ডো অভিযানের ওপর ভিত্তি করে নির্মিত একটি ছায়াছবি দেখেছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।

গত অক্টোবরে ঘোষণা করা হয় যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দু’দিন আগে ‘সীল টিম সিঙ: দ্য রেইড অন ওসামা বিন লাদেন’ শিরোনামের এ ছবিটি আমেরিকান ক্যাবল চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচার করা হবে। এ ঘোষণা দেয়ার পর থেকেই সবার মধ্যে গভীর আগ্রহ তৈরি হয়। ৯০ মিনিটের এ ছবিটি প্রচারের পেছনে যারা কাজ করছেন তাদের মধ্যে প্রেসিডেন্ট ওবামার তহবিল সংগ্রহকারী ও হলিউডের প্রখ্যাত চিত্রনিমার্তা হার্ভে উইন্সটেন হলেন তাদের অন্যতম। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল জানিয়েছে, সীল টিম সিক্স হলো এ বছর তাদের সর্বাধিক প্রচারিত ছবি এবং ইতিহাসের ষষ্ঠতম দর্শক প্রিয় ছবি।

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের প্রেসিডেন্ট হাওয়ার্ড ওয়েন্স এক বিবৃতিতে বলেছেন, সীল টিম সিঙ সপ্তাহান্তে মঞ্চে প্রদর্শন করা হলে আমেরিকার এক নম্বর ছবি বিবেচিত হতো।

আন্তর্জাতিক