জাতীয় হকি দলকে সংবর্ধনা

জাতীয় হকি দলকে সংবর্ধনা

বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় হকি দলকে সংবর্ধনা দেওয়া হয়। সিংগাপুরে প্রতিযোগিতায় শেষ হওয়ার প্রায় একমাস পর মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় হকি দলের ১৬ জন খেলোয়াড় ও  ৫ জন অফিসিয়ালকে ওয়ালটন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পক্ষ থেকে একটি করে এলসিডি টেলিভিশন উপহার দেওয়া হয়।

সংবর্ধনায় উপস্থিত হকি ফেডারেশনের সভাপতি, বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল এনামুল বারী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের হকি বেশ উন্নতি করেছে। কোচ মাহবুব হারুনের তত্ত্বাবধানে বাংলাদেশ পর পর দুটি আর্ন্তজাতিক টুর্নামেন্টে (এএইচএফ ও বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ড) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এবারে হকি দলের লক্ষ্য আসন্ন বিশ্ব হকির দ্বিতীয় রাউন্ড। এজন্য জাতীয় দলের অনুশীলন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’

এছাড়াও চলতি মাসের শেষ দিকে ভারতে নেহেরু কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। একই সঙ্গে ভারতে আরেকটি আর্ন্তজাতিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ দল। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ গতকাল এ তথ্য জানান। বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি হিসেবেই ভারেতর এ দুটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, যেহেতু এ বিশ্ব হকি লিগের পারফর্মেন্সের উপরই নির্ভর করছে অলিম্পিক ও বিশ্বকাপে বাংলাদেশের অংশ গ্রহণ, তাই এতে ভালো করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

খেলাধূলা