এবারের দেওয়ালি উৎসবে (১৩ নভেম্বর) বলিউডে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘যাব তাক হে জান’ ও অজয় দেবগনের ‘সন অফ সরদার’।
ছবি দুটির মুক্তির দিন একই হওয়াতে অজয় দেবগন তার ছবির সাফল্য নিয়ে শঙ্কিত হয়ে ‘যাব তাক হে জান’ ছবিটির মুক্তির দিন পেছানোর জন্য আদালত থেকে লিগ্যাল নোটিশ ইস্যু করেন। বিষয়টি নিয়ে প্রথমে মন্তব্য না করলেও এখন তা ‘অবান্তর’ বলে উড়িয়ে দিলেন শাহরুখ।
‘যাব তাক হে জান’ ও ‘সন অফ সরদার’ ছবির মুক্তির দিন একই হওয়াতে অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে মনে করে গত ১৮ অক্টোবর কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে যশরাজ ফিল্মসকে লিগ্যাল নোটিশ পাঠায় অজয় দেবগনের প্রোডাকশন হাউস অজয় দেবগন ফিল্মস।
বিষয়টি নিয়ে প্রথমে কোনো পক্ষই মন্তব্য না করলেও সম্প্রতি নিজের ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ খোলেন কিং খান শাহরুখ।
তিনি বলেন, ‘যাব তাক হে জান’ ছবিটির মুক্তির দিন প্রায় এক বছর আগে ঠিক করা হয়। তাছাড়া হলগুলো এরই মধ্যে বুকিং হয়ে গেছে। বিষয়টি অজয় দেবগনও জানেন। তারপরও এ লিগ্যাল নোটিশ কেন।
শাহরুখ খান আরও বলেন, সবকিছু জানার পরও কোনো সমস্যা দেখা দিলে তা তাদের ভুল, আমাদের নয়। আমি শুধু এতটুকুই বলব, বিষয়টি অবান্তর।
সিনেমা হলগুলোর বুকিং নিয়েও তিনি বলেন, হলগুলোতে আমার ছবি দেখাতেই হবে এ রকম কোনো চুক্তিও করা হয়নি হল মালিকদের সঙ্গে।
সবকিছুর পরও অজয় দেবগনের ছবি ‘সন অফ সরদার’- এর জন্য শুভকামনা জানিয়েছেন শাহরুখ খান। তিনি আশা করেন, দুটি ছবিই ব্যবসায়িক সাফল্য পাবে।
লিগ্যাল নোটিশ পাঠানোর পর অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো শাহরুখ ও অজয়ের মধ্যে সম্পর্কের অবনতি হবে। তবে তেমন কোনো কিছুর ইঙ্গিত দেননি শাহরুখ।
তিনি বলেন, ‘আমি মনে করি অজয়ের ছবিটি দর্শকরা পছন্দ করবে। তবে আমি বক্স অফিস নিয়ে কোনো চিন্তা করছি না।’
এ পরিস্থিতিতে শাহরুখ ও অজয় ভক্তরা চেয়ে আছেন আগামী ১৩ নভেম্বরের দিকে। মুক্তির পরই জানা যাবে একই দিনে মুক্তি পাওয়া দুই তারকার দুটি ছবির সাফল্য-ব্যর্থতার খবর।