সালাতে সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হাম্দ ও আমীন বলা সম্পর্কে

২২৯। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, সালাতের মধ্যে (রুকুর পর) ইমাম যখন

আল্লাহ তাঁর প্রশংসাকারীর কথা শোনেন বলে, তখন তোমরা বলবে

(হে আল্লাহ, আমাদের প্রভু, সমস্ত প্রশংসা আপনারই) কেননা, যে ব্যক্তির দোয়া ফেরেস্তাদের দোয়ার সাথে মিলে যায়, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হয়।
(বুখারী-কিতাবুল আযান)

ইসলামী জগত