ট্রাইব্যুনাল বর্জন করলো সাঈদীর আইনজীবী

ট্রাইব্যুনাল বর্জন করলো সাঈদীর আইনজীবী

এক সাক্ষীকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা জানানোর পরও উপযুক্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বর্জন করেছে আসামীপক্ষের আইনজীবীরা।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার শুনানি চলাকালে ওই অভিযোগ তুলে তারা বেরিয়ে যান।

আদালতের কার্যক্রম শুরুর পর সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, সকালে তারা ট্রাইব্যুনালে আসার সময় ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকায়। নিরাপত্তার স্বার্থে মিজানুল ইসলাম ছাড়া গাড়িতে থাকা অন্য সবাইকে হেঁটে যেতে বলা হয়। তারা ভেতরে ঢোকার সময় সাদা পোশাকধারী কয়েকজন লোক সাক্ষী সুখরঞ্জন বালীকে ধরে র‌্যাবের একটি গাড়িতে তোলে। এরপর তাকে আর পাওয়া যায়নি।

আইনজীবীর অভিযোগ শুনে বিচারক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খানকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। এরপর বেলা একটার দিকে গোলাম আরিফ ট্রাইব্যুনালকে জানান, তিনি ফটকে উপস্থিত সব পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ওই ধরনের কোনো ঘটনার কথা জানাতে পারেননি।

আসামিপক্ষের আইনজীবীরা এ সময় প্রধান প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদ শুরু করলে আদালতে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে বিচারক বলেন, দুপুরে বিরতির পরে তিনি বিষয়টি শুনবেন। সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম তখনই বিষয়টি শোনার দাবি জানালে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয়।

পরে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও অ্যাডভোকেট মিজানুল ইসলাম আদালতের বাইরে এসে সাংবাদিকদের বলেন, তারা এদিন আর ট্রাইব্যুনালে যাবেন না। মক্কেলের সঙ্গে পরামর্শ করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ