২৩২। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) একটি ঘোড়া থেকে পড়ে গিয়ে দেহের ডানদিকে আঘাত পান। আমরা তাঁকে দেখার জন্য গেলাম। সালাতের সময় হয়ে গেলে তিনি বসা অবস্থাতেই আমাদের ইমামতি করে সালাত আদায় করলেন। আমরাও বসে-বসে সালাত আদায় করলাম। সালাত শেষ করে আমাদের বললেন, অনুসরণ করার জন্যই ইমাম নিয়োগ করা হয়। সুতরাং ইমাম যখন তাকবীর বলবে, তোমরাও তাকবীর বলবে। ইমাম যখন রুকু করে, তোমরাও তাঁর সাথে রুকু করবে। তিনি যখন রুকু থেকে মাথা উঠাবে, তখন তোমরাও তাঁর সাথে মাথা উঠাবে। তিনি যখন, বলবে, তোমরা তখন বলবে। তারপর তিনি যখন সিজদা করবেন, তোমরাও তার সাথে সিজদা করবে।
(বুখারী-কিতাবুল আযান)