১৩৪. যারা স্বচ্ছলতা ও অভাবের মধ্যে (আল্লাহর পথে) ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষদেরকে ক্ষমা করে এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।
১৩৫. আর তারা যখন কোন অশ্লীল কাজ করে কিংবা নিজ জীবনের প্রতি অত্যাচার করে; তখন আল্লাহকে স্মরণ করে এবং অপরাধসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত কে অপরাধসমূহ ক্ষমা করতে পারে? এবং তারা যা করে ফেলে, জেনে শুনে তারই পুনরাবৃত্তি করে না।