সূরা আলে ইমরান মদীনায় অবতীর্ণ আয়াত : ২০০; রুকূ : ২০

১৩৪. যারা স্বচ্ছলতা ও অভাবের মধ্যে (আল্লাহর পথে) ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষদেরকে ক্ষমা করে এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।

১৩৫. আর তারা যখন কোন অশ্লীল কাজ করে কিংবা নিজ জীবনের প্রতি অত্যাচার করে; তখন আল্লাহকে স্মরণ করে এবং অপরাধসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত কে অপরাধসমূহ ক্ষমা করতে পারে? এবং তারা যা করে ফেলে, জেনে শুনে তারই পুনরাবৃত্তি করে না।

ইসলামী জগত