ফিলিস্তিনের তাম্মুনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

ফিলিস্তিনের তাম্মুনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন এলাকার তুবাসে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত দশ ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান অধিকৃত পশ্চিম তীরের উত্তর-পূর্বের তাম্মুন এলাকায় আক্রমণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুবাসের সরকারি হাসপাতালে নিহত দশজনের লাশ এসেছে।

Agriculture Beauty Fashion Feature political sports Technology আন্তর্জাতিক শীর্ষ খবর