প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা-হ্যানয়

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা-হ্যানয়

বাংলাদেশের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ তথ্য যোগাযোগ এবং কৃষি খাতের পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে ভিয়েতনাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিয়েতনাম সফরের শেষ দিন রোববার এক যৌথ ইশতেহারে বলা হয়, উভয় পক্ষ সব পর্যায়ে প্রতিনিধি দল বিনিময়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং আন্তঃদেশীয় অপরাধ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

এছাড়া, সামরিক শিল্প এবং সরঞ্জাম সরবরাহসহ বাংলাদেশের অংশীদারদের সঙ্গে সহযোগিতার লক্ষ্যে ভিয়েতনামের কোম্পানিগুলোর জন্য যোগাযোগ স্থাপন ও সুযোগ-সুবিধা কাজে লাগানোর অনুকূল পরিবেশ সৃষ্টি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

ইশতেহারে আরো বলা হয়েছে, দ্বিপক্ষীয় সহযোগিতার দিক-নির্দেশনা তৈরিতে এবং পর্যালোচনার জন্য ভিয়েতনাম-বাংলাদেশ যৌথ কমিশনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠান এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রথম রাজনৈতিক পরামর্শমূলক বৈঠক আয়োজনে ঢাকা ও হ্যানয় সম্মত হয়েছে।

উল্লেখ্য, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ থেকে ৪ নভেম্বর ভিয়েতনামে সরকারি সফরে যান। ভিয়েতনামে এটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারি সফর।

সফরকালে শেখ হাসিনা ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং-এর সঙ্গে বৈঠক করেন এবং তার দেওয়া রাষ্ট্রীয় নৈশ ভোজসভায় অংশ নেন।

বাংলাদেশ