রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটি শেষে সোমবার থেকে ক্লাশ শুরু হচ্ছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। একই দিনে অফিস কার্যক্রমও শুরু হয়েছে।
শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক চৌধুরি মোহাম্মদ জাকারিয়া জানান, ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, এবারের ছুটিতে গত ২০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং ২২ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
এছাড়া আবাসিক হলগুলো বন্ধ ছিল ২১ অক্টোবর সকাল ১০টা থেকে ৩ নভেম্বর পর্যন্ত ।