আওয়ামী লীগের শরীক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। তারা মানুষকে দেওয়া কোনো ওয়াদা পূরণ করতে পারেনি। তাই জনগণ মহাজোট সরকারের ওপর মহাহতাশ। জনগণ এখন পরিবর্তন চায়।’
তিনি রোববার ঘাটাইল কলেজ মোড় চত্বরে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত পথসভায় এসব কথা বলেন।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘ডিজিটাল মহাজোট সরকার পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। জাতীয় পার্টি ক্ষমতায় এলে পদ্মা সেতু নির্মিত হবে।
এরশাদ আরও বলেন, ‘এ সরকার গুম, খুন ও টেন্ডারবাজির সরকার। আমরা এমন ডিজিটাল সরকার চাই না। দুর্নীতি, লুটপাট করলে ও বস্তাভর্তি টাকাসহ ধরা পরলেও সাংসদ-মন্ত্রীদের বিচার হচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে এসব দুর্নীতিবাজের বিচার করা হবে।