জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বিদ্যুতের দাম কমাবে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান।
রোববার বিকেলে গোড়ান আদর্শবাগ প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পার্টি খিলগাও থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা-৯ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এই জাপা নেতা বলেন, “বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বেড়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশকে দুর্ভোগ থেকে মুক্ত করবে।”
তিনি বলেন, “জাতীয় পার্টি শক্ত অবস্থানের উপর দাঁড়িয়েছে। এরশাদ আগামীতে একক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। সর্বস্তরের জনগণ চায় এরশাদ ক্ষমতায় আসুক।”
তিনি বলেন, “মেঘনা, গোমতি সেতু, যমুনা সেতু এরশাদের অবদান। একমাত্র জাতীয় পার্টিই পারবে পদ্মাসেতু নির্মাণ করতে।”
দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর (উঃ) জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও খিলগাও থানার সভাপতি আবুল বাশার বাসুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খিলগাও থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জমির আলী, সহ-সভাপতি নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী চৌধুরী চঞ্চল প্রমুখ।