জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদকে কটূক্তি করে সংবাদ প্রকাশের ঘটনায় যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২শ’ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।
মামলায় জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচীপুর গ্রামের মৃত শুকুর আলীর গাজীর ছেলে এইচ এম গোলাম রেজা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রকাশককে আসামি করা হয়েছে।
রোববার যশোর শহরের পুরাতন কসবা বিবি রোডের মোশারফ হোসেনের ছেলে আইয়ুব হোসেন এ মামলা করেন।
মামলার বাদী আইয়ুব হোসেন জানান, গত ৩ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে “প্রতারণার দায়ে সৌদিতে এরশাদের জেল-তিন লাখ রিয়েল জরিমানা দিয়ে মাফ” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
এ সংবাদের মাধ্যমে সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সামাজিক ও রাজনৈতিক সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ সংবাদে এইচ এম এরশাদের আনুমানিক ২শ’ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করেন আইয়ুব হোসেন।
এ কারণে তিনি রোববার যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক সুদীপ্ত দাশ মামলাটি আমলে নিয়ে যশোরের সিনিয়র তথ্য অফিসার শিবপদ মণ্ডলকে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী আইয়ুব হোসেন আরও জানান, তিনি সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের ভক্ত। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ হওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। এজন্য তিনি এ মানহানি মামলা করেছেন। তিনি আদালতের কাছে আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।