বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংকে তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলাপ হয়।
বৈঠক শেষে ড্যান ডব্লিউ মজিনা সাংবাদিকদের বলেন, নিয়মিত বৈঠকের অংশ হিসেবে তিনি গভর্নরের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ‘‘বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আমাদের বিস্তারিত কথা হয়েছে। অর্থনৈতিক নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’’
আগামী জানুয়ারি মাসে তাদের মধ্যে আবারও বৈঠক হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ড্যান ডব্লিউ মজিনা গভর্নরের সঙ্গে দেখা করেন। সেময় তিনি “রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের উন্নয়নে বড় বাধা“ বলে মন্তব্য করেছিলেন।
এ ব্যাপারে সেসময় প্রধান দুই রাজনৈতিক দলকে আলোচনায় বসারও তাগিদ দেন তিনি।