সাইফের অপারেশন সম্পন্ন, শরীর থেকে বের করা হয়েছে ধারালো বস্তু

সাইফের অপারেশন সম্পন্ন, শরীর থেকে বের করা হয়েছে ধারালো বস্তু

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা হয়েছে। গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এখন বিপদমুক্ত আছেন সাইফ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন।
সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও।

ওই সূত্র মারফত জানা গেছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গেছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ।
লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে।

বুধবার রাত ২টা নাগাদ সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে জানায় পুলিশ। ওই দুষ্কৃতী সাইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। তবে যে ব্যক্তি সাইফকে ছুরিবিদ্ধ করেন, তিনিই ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট নয়। জানা গেছে, আটক হওয়া তিন জনই অভিনেতার বাড়িতে কাজ করেন।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, ‘এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।’

মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাইফদের সঙ্গে থাকেন তাঁর দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। প্রাথমিক ভাবে জানা গেছে, দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা এব‌ং তাঁর পরিবারের অন্য সদস্যরা। আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী।

বিনোদন শীর্ষ খবর