গাজায় যুদ্ধবিরতির ক্রেডিট কার, উত্তরে যা বললেন বাইডেন-ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ক্রেডিট কার, উত্তরে যা বললেন বাইডেন-ট্রাম্প

গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছেছে উভয়পক্ষ, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার।

যুদ্ধবিরতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি “অনেক মাসের নিবিড় কূটনীতির” ফল। কারণ আমি ১৫ মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চুক্তির রূপরেখা দিয়েছি।

বুধবার হোয়াইট হাউসের একটি ব্রিফিংয়ে তিনি জানান, তিনি খুবই সন্তুষ্ট যে এই দিনটি এসেছে। এই আলোচনাটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বিষয় বলে অভিহিত করেন।

তিনি বলেন, চুক্তিটি তিনটি পর্যায়ে সম্পন্ন হবে। যার মধ্যে প্রথমটিতে একটি “পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি” অন্তর্ভুক্ত রয়েছে যা ১৯ জানুয়ারি শুরু হবে যেটি বাইডেনের অফিস ছাড়ার আগের দিন।
আলোচনার বাকি থাকা চুক্তির দ্বিতীয় ধাপ এই “যুদ্ধের স্থায়ী সমাপ্তি” নিয়ে আসবে।

যদিও বাইডেন বলেছিলেন যে, তার প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের আগত প্রশাসন একসঙ্গে “এক দল হিসাবে কাজ করছে”; তবে এখন বাইডেন চুক্তিটি বন্ধ করার ক্ষেত্রে তার নিজের এবং তার প্রশাসনের ভূমিকার উপর জোর দিচ্ছেন।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর বাইডেন চলে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হয় যে, এই চুক্তির কৃতিত্ব কে নেবেন—তিনি নাকি ট্রাম্প। এমন প্রশ্নের পর বাইডেন ফিরে এসে বলেন “এটা কি রসিকতা?”

এদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন, এই “অসম্ভব” চুক্তিটি কেবল সম্ভব হয়েছে, কারণ তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন বলে।
আমার জয় সমগ্র বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে সব আমেরিকান ও আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার প্রশাসন একটি শান্তির পথ খুঁজে বের করে চুক্তিটি সম্পন্ন করবে।

যুদ্ধবিরতির এই চুক্তিতে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির রূপরেখা রয়েছে এবং এতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার এবং ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তিতে বলা হয়েছে, গাজা শহর ও দক্ষিণ গাজার লাখো মানুষ তাদের বাড়ি ফিরে যাবে। এ সময়ের মধ্যে রাফা ক্রসিং দিয়ে তাবু, খাবার, চিকিৎসা সামগ্রী নিয়ে প্রতিদিন ৬০০ ট্রাক গাজায় প্রবেশ করবে। এ ছাড়াও ৫০টি জ্বালানিসহ গাড়ি প্রবেশ করবে।

সূত্র : বিবিসি ও রয়টার্স।

Agriculture Beauty Fashion Feature political sports Technology আন্তর্জাতিক শীর্ষ খবর