চীন সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তা : পররাষ্ট্র উপদেষ্টা

চীন সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তা : পররাষ্ট্র উপদেষ্টা

আগামী ২০ জানুয়ারি তিন দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তার এই সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

চীন সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীন থেকে বিভিন্ন সময় নেওয়া সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে কথা বলব। কোটা সুবিধা বজায় রাখার বিষয়ে আলাপ রাখব। বাজেট সহায়তা নিয়েও কথা হবে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পে সহায়তার বিষয়ে আলোচনা করব।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের যে চুক্তি চীনের সঙ্গে হয়েছিল তা বহাল রাখার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরো বলেন, ‘কমিটমেন্ট ফি বাদ দিতে কথা বলব। চীন থেকে নেওয়া বিভিন্ন ঋণের মেয়াদ ৩০ বছর পর্যন্ত করা নিয়ে আলোচনা করব। আন্ত নদী বিষয়ক চীনের সঙ্গে যে চুক্তি ছিল তা শেষ, কাজেই চুক্তি নবায়ন করা হবে।

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এমন ঘটনা এর আগেও ঘটেছে। প্রতিবার এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু তা অবশ্যই আলোচনার মাধ্যমে হতে হবে।’

বাংলাদেশ শীর্ষ খবর