সোমবার সকালে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

সোমবার সকালে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

 

টি-টুয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েষ্ট ইন্ডিজ দল এই প্রথম কোনো টেস্ট  খেলুড়ে দেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন। সোমবার সকাল ৮টায় ঢাকায় এসে পৌঁছবে দলটি।

এবার ওয়েস্ট ইন্ডিজ দল দুটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টি-২০ ম্যাচের সিডিউল নিয়ে বাংলাদেশে আসছে। এছাড়া বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ ও একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

তবে এবারের ম্যাচগুলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ও সদ্য টেস্ট ভেন্যুর স্বীকৃতি পাওয়া খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে সফর শুরু করবে ক্যারিবীয়রা।

মূল সিরিজ শুরু হবে ১৩ নভেম্বর টেস্ট খেলার মধ্য দিয়ে। ১৩-১৭ নভেম্বর পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ  শেষ করে খুলনায় দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ২১ নভেম্বর শুরু হবে। ২৮ নভেম্বর বোর্ড একাদশের বিপক্ষে একটি মাত্র একদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে রঙ্গিন পোশাকে খেলা। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর খুলনায় একদিনের খেলা শেষে ৫,৭,৮ ডিসেম্বর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে মোট তিনটি একদিনের খেলা হবে এবং সবশেষ ১০ ডিসেম্বর একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে ৩৭ দিনের সফর শেষ করবে ক্যারিবীয়রা।

খেলাধূলা