লিটনের ব্যাট হাসার দিনে ঢাকার সংগ্রহ ১৯৩

লিটনের ব্যাট হাসার দিনে ঢাকার সংগ্রহ ১৯৩

বিপিএলে গতকাল স্বরূপে ফেরেন সাব্বির রহমান। চিটাগাং কিংসের বিপক্ষে খেলেন অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস। আজ তার মতোই স্বরূপে ফিরেছেন লিটন দাস।

সাব্বিরের মতোই বিপিএলে আজ প্রথম ফিফটি পেয়েছেন লিটন।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হাঁকিয়েছেন ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ও মুনিম শাহরিয়ারের ফিফটিতে ১৯৩ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা।

শুরুটা অবশ্য ভালো ছিল না ঢাকার। দলীয় ৭ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে ড্রেসিংরুমে ফেরেন তানজিদ হাসান তামিম।
এখন পর্যন্ত টুর্নামেন্টে জয় না পাওয়া ঢাকার এমন শুরুর হাল পরে ধরেন লিটন ও মুনিম। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১২৯ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। সেঞ্চুরি জুটি গড়ার পথে দুজনে টুর্নামেন্টে প্রথম ফিফটিও তুলে নেন।

রান খরায় একাদশ থেকে বাদ পড়া লিটন ৪৩ বলে ৭৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১০ চার ও ১ ছক্কায়।
অন্যদিকে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই ৫২ রান করেছেন মুনিম। তার ইনিংসটা অবশ্য ধীর গতির ছিল। ৪৭ বলের ইনিংসটিতে ১ ছক্কার বিপরীতে চার মেরেছেন ৭ টি।

লিটন-মুনিম দুজনকেই ১৬তম ওভারে ফিরিয়ে সিলেটকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রাকিম কর্নওয়াল। তবে শেষ দিকে সাব্বির ও থিসারা পেরেরার দুটি ছোট ঝোড়ো ইনিংসে ১৯৩ রান পায় ঢাকা।
সর্বশেষ ম্যাচে টনের্ডো ব্যাটিংয়ে ফিফটি পাওয়া সাব্বির ৩ ছক্কায় ১০ বলে করেছেন ২৩ রান। আর ঢাকার অধিনায়ক পেরেরা ৯ বলে ১৮ রানের ইনিংস সাজান ২ চার ও ১ ছক্কায়।

খেলাধূলা শীর্ষ খবর