রসিক নির্বাচনে রাঙ্গাকে মনোনয়ন দিচ্ছে জাপা

রসিক নির্বাচনে রাঙ্গাকে মনোনয়ন দিচ্ছে জাপা

প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বনানীস্থ জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক স‍ূত্র জানিয়েছে।

একাধিক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সকলের মতামত জানতে চান এরশাদ। আলোচনায় অংশ নিয়ে বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন।

এছাড়া রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মনিকের বিষয়ে আলোচনা হয়। তবে মোস্তাফিজার রহমান মোস্তফা যেহেতু বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন সে কারণে তাকে প্রার্থী না করার বিষয়ে অনেকেই মত দেন।

মশিউর রহমান রাঙ্গা এর আগে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের এমপি ছিলেন। বর্তমানে তিনি রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি। উত্তরবঙ্গ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের দফতর সম্পাদক এবিএম তাজুল ইসলাম চৌধুরী জানান, সভায় প্রার্থী দেওয়া বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কাকে দেওয়া হবে বিষয়ে বলতে রাজি হননি তিনি।

এর আগে ১২ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রসিক নির্বাচনে কাউকে প্রার্থী না দেওয়ার বিষয়ে লিখিত বিবৃতি দেন। এ বিষয়ে তাজুল ইসলাম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, “পার্টির চেয়ারম্যান আগে যে বিবৃতি দিয়েছেন তাতে বলেছিলেন, এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।”

এ বিষয়ে রসিক নির্বাচনে জাপার মনোনয়ন প্রত্যাশী সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি এখনও কিছু জানি না। আগে সিদ্ধান্ত আসুক তার পরে মন্তব্য।”

তাকে মেনে নিবেন কি না, এমন প্রশ্নের জবাব দিতে রাজি হননি। অপর মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজার রহমানের সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

বৈঠকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) উপনির্বাচনে জোর প্রাচরণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে একজন সিনিয়র নেতাকে পাঠানো হতে পারে নির্বাচন পরিচালনার জন্য।

পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজলে রাব্বি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এম ছাত্তারসহ সিনিয়র নেতৃবৃন্দ।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর