ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে শিগগিরই নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগের প্রত্যাশা করছেন। ব্রাসেলস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুখপাত্র পাওলা পিনহো বলেছেন, ‘কোনো আমন্ত্রণ জানানো হয়নি এবং উপস্থিত থাকার কোনো পরিকল্পনাও নেই।
আমরা নতুন প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করতে চাই।’
ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয় না। তবে ট্রাম্প এবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।
এদিকে উরসুলা ভন ডার লিয়েন সম্প্রতি গুরুতর নিউমোনিয়ায় ভুগছেন।
তিনি চার বছর আগে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও যোগ দেননি।
এ ছাড়া ইউরোপ বর্তমানে এক সংকটময় মুহূর্তে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর অঙ্গীকার করেছেন, যা নিয়ে ইউরোপীয় মিত্ররা উদ্বিগ্ন। কারণ তারা যেকোনো প্রতিকূল চুক্তি এড়াতে চাইছেন।
পাশাপাশি তারা ট্রাম্পের প্রস্তাবিত বাণিজ্য শুল্ক নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে ট্রাম্প মঙ্গলবার গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে একটি রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। লিয়েন বৃহস্পতিবার বলেন, ‘ইইউ সব সময় আমাদের নাগরিকদের এবং আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার অখণ্ডতা রক্ষা করবে।’
তবে তিনি জোর দিয়ে এ-ও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার এবং আমরা ট্রান্সআটলান্টিক সম্পর্ক আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সূত্র : এএফপি