হল অব ফেমে পাকিস্তানের ৪ কিংবদন্তি

হল অব ফেমে পাকিস্তানের ৪ কিংবদন্তি

পাকিস্তান ক্রিকেটে অবদানের স্বীকৃতিই পেলেন দলটির চার কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা পেয়েছেন ইমজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ার। বিবৃতি দিয়ে বিষয়টি আজ নিশ্চিত করেছে পিসিবি।

চার কিংবদন্তির অন্তর্ভুক্তির বিষয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই।
হল অব ফেমে জায়গা প্রাপ্য এই চার কিংবদন্তির। পাকিস্তান ক্রিকেটে এবং বৈশ্বিক খেলায় তাদের অসামান্য অবদানকে তুলে ধরে এই সম্মান।’

২০২৪ হল অব ফেম নির্বাচিত হয়েছেন ১১ সদস্যবিশিষ্ট স্বাধীন প্যানেলের মাধ্যমে। সাবেক ক্রিকেটার এবং সাংবাদিকদের নিয়ে এই প্যানেল গঠিত হয়েছে।
এই চার ক্রিকেটারদের নিয়ে হল অব ফেমের সদস্য সংখ্যা এখন ১৪ জন।

২০২১ সালে এই হল অব ফেম চালু হয়। আগে জায়গা পাওয়া ১০ ক্রিকেটার হচ্ছেন হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আবদুল কাদির, ফজল মাহমুদ, আবদুল হাফিজ কারদার ও ইউনিস খান।

খেলাধূলা শীর্ষ খবর