ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পুতিন : ক্রেমলিন

ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পুতিন : ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ক্রেমলিন বলেছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পুতিন।

গত বৃহস্পতিবার ট্রাম্প জানান, রাশিয়ার নেতা পুতিন সাক্ষাৎ করতে চান এবং তাদের মধ্যে একটি বৈঠকের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের সপ্তাহখানেক আগে এই কথা জানালেন ট্রাম্প।
এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন। তবে কিভাবে এই অসাধ্য সাধন করবেন তা জানাননি তিনি।

ফ্লোরিডার পাম বিচে নিজের বাসভবন মার-এ-লাগোতে গত বৃহস্পতিবার রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) সাক্ষাৎ করতে চান এবং আমরা বৈঠকের প্রস্তুতি নিচ্ছি। প্রেসিডেন্ট পুতিন সাক্ষাৎ করতে চান, তিনি জনসমক্ষে এই কথা বলেছেন।
আমাদের সেই যুদ্ধের অবসান ঘটাতে হবে, কারণ এটি একটি জঘন্য রক্তপাত।’

ট্রাম্প কখনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি। তিনি ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করে আসছেন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে নিয়ে উপহাস করেছেন এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেছেন।

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর সমালোচনার পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অংশগ্রহণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে সাড়ে ছয় হাজার কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

এদিকে ট্রাম্পের মন্তব্যের জবাবে শুক্রবার ক্রেমলিন বলেছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত প্রেসিডেন্ট পুতিন। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে নিজের প্রস্তুত থাকার কথা বলে আসছেন।

পেসকভ বলেন, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ট্রাম্পের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। বৈঠক আয়োজনের জন্য মস্কোর কোনো পূর্ব শর্ত নেই। তিনি আরো বলেন, কোনো শর্তের প্রয়োজন নেই। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য পারস্পরিক আকাঙ্ক্ষা ও রাজনৈতিক ইচ্ছাশক্তি প্রয়োজন।

অন্যদিকে পুতিনের সঙ্গে আসন্ন যেকোনো বৈঠকের বিষয়ে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জর্জি টাইখি বলেন, ‘ট্রাম্প আগেও এই ধরনের বৈঠকের পরিকল্পনার কথা বলেছেন। আমরা এতে নতুন কিছু দেখতে পাচ্ছি না।’

সূত্র : এএফপি

Agriculture Beauty Fashion Feature political sports Technology আন্তর্জাতিক শীর্ষ খবর