বাংলাদেশ ফ্লিম ক্লাব লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক নির্বাচন আগামীকাল ১১ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার নির্বাচনের ভোটগ্রহণ এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে না। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ভবনে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে একটি প্যানেল এবং লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেলে একটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭০০। প্রযোজক খোরশেদ আলম খসরু নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। শনিবার আইইবির ওই ভবনে সকাল ১০টায় প্রথম অধিবেশনে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অধিবেশনে দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে দেলোয়ার জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চাহিদাসম্পন্ন অন্যতম চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। নির্বাচনে তার ব্যালট নং ১২। চলচিত্রের সফলতার মতো নির্বাচনেও তিনি সফল হতে চান। এবারের নির্বাচনে তিনি বিজয়ী হয়ে এটা হবে তার টানা তৃতীয়বারের বিজয়।
চলচিত্রাঙ্গনের একসময়য়ের ব্যস্ততম এই নায়িকা বর্তমানে চলচিত্র নিয়ে ব্যস্ত না থাকলেও তিনি ও তার স্বামীসহ ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ কারণে বিভিন্ন সময় তাদের দেশের বাহিরেও যেতে হচ্ছে। তবে চলচিত্রসংশ্লিষ্ট বিভিন্ন নির্বাচন ও প্রগ্রামে তার অংশগ্রহণ ঠিকই রাখছেন পলি। বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচিত কার্যকরী সদস্য পদেও তিনি দায়িত্ব পালন করছেন। পলি তার স্বামী-সন্তানদের নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।
নির্বাচন নিয়ে পলি বলেন, ‘এবারের নির্বাচনে আমি শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টুর পরিষদের হয়ে নির্বাচন করছি। আপনারা জানেন আমাদের চলচিত্রে উনি একজন কিংবদন্তি, একজন নক্ষত্র। আমরা দিনে দিনে আমাদের নক্ষত্রদের হারাচ্ছি বিভিন্ন কারণে তারা ঝড়ে যাচ্ছেন। ঝন্টু ভাইয়ের মতো বীর মুক্তিযোদ্ধা নক্ষত্রকে আমাদের ধরে রাখা উচিত। আমি আশা করব আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে ঝন্টু ভাইয়ের সম্মানে তার পরো প্যানেলকে সমর্থন করে তাদের পাশে থাকা। আমি দেলোয়ার জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদের সকলকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব।’
নির্বাচিত হয়ে ক্লাবের উন্নয়নে কি ভূমিকা রাখবেন এমন প্রশ্নের জবাবে পলি বলেন, এর আগেও টানা দুইবার আমি এই ক্লাবের সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। আশা করি এ নির্বাচনেও ভোটারদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমি আবারও নির্বাচিত হতে পারব । নির্বাচিত হলে আমার প্রথম পদক্ষেপ হবে আমাদের ফ্লিম ক্লাবটিকে গুলশান বনানীর মত জায়গায় নেয়া। যেটা শুধু একটা ফ্লাট হবেনা সেখানে বাচ্চাদের জন্য প্লে-গ্রাউন্ড, বড়দের জন্য বিলিয়াড খেলার জায়গা, বড় ধরনের কনফারন্স রুম ও রেষ্টুরেন্ট থাকবে। এছাড়াও ক্লাবের উন্নয়নে যা যা করার প্রয়োজন সেটা আমি করতে চেষ্টার করবো।
২০০১ সালে চলচিত্র নির্মাতা মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ ছবি নির্মানের মাধ্যমে চলচিত্রে অভিষেক হয় খুলনার মেয়ে পলির। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন প্রয়াত নায়ক মান্না। প্রথম ছবিতেই ব্যবসা সফলের মুখ দেখায় এরপর পলিকে নিয়ে একের পর এক ছবি নির্মান করেন নামি চলচিত্র নির্মাতারা। পলি সেসময়কার জনপ্রিয় নায়ক মান্না, শাকিব খান, আমিন খান, অমিত হাসান, রুবেল, আলেকজান্ডার বো সহ বহু নায়কদের বিপরীতে ১১৩টি ছবিতে অভিনয় করেছেন। যার প্রায় সবগুলো ছবিই ব্যবসা সফল।