রাজধানীর শান্তিনগর বাজারে ফরমালিন সনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে এই যন্ত্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের অর্থায়নে শান্তিনগর বাজারের আমিনবাগ মার্কেট কো অপারেটিভ সোসাইটিকে ফরমালিন ডি-হাইড্রেট মেশিনটি হস্তান্তর করা হয়। সেইসঙ্গে বাজার মালিকিদের পক্ষে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ, রিহ্যাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুজ্জামান ভূইঁয়া রানা, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন ও সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআইয়ের পরিচালক ও দ্রব্যমূল্য-সংক্রান্ত কমিটির কো-চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান, আমিনবাগ মার্কেট কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইমান হোসেন কানন প্রমুখ।
ইমান হোসেন কানন বলেন, শান্তিনগর আজ থেকে নিরাপদ বাজার কারণ আজ থেকে আমরা শান্তিনগর বাজারে ফরমালিনযুক্ত কোনো পণ্য ঢুকতে দেব না। নিজেদের ব্যবসার স্বার্থেই আমরা আমাদের বাজারকে ফরমালিনমুক্ত করছি। এ বাজারটি ফরমালিনমুক্ত হলে মানুষ ফুটপাত থেকে না কিনে বাজারে আসবে পণ্য কেনার জন্য। আশা করছি এতে বাজারের বিক্রেতাদের বিক্রি বাড়বে।
এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, আমরা ফরমালিনমুক্ত করতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রাথমিকভাবে শুধু ঢাকার ১০টি বাজার ফরমালিনমুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। ঢাকার বড় বড় সব বাজারকেই ফরমালিনমুক্ত করার উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই। এমনকি ঢাকার বাইরে রংপুর ও চট্টগ্রামেও দেওয়া হবে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র।
জানা গেছে, এফবিসিসিআই এই উদ্যোগের অর্থায়নে বেসরকারি ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল । এ কার্যক্রমে সহায়তা করতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। এরইমধ্যে মালিবাগ বাজারে এ যন্ত্র সরবরাহের পর পণ্য পরীক্ষা করে বাজারে ঢোকানো হচ্ছে। এর সুফলও পাচ্ছেন ক্রেতারা। ফরমালিনমুক্ত এ কার্যক্রমে বেশ কয়েকটি ব্যাংক ও স্কয়ার গ্রুপ সহযোগিতা করছে। ঢাকা ব্যাংক ৭টি, ইসলামী ব্যাংক ৪টি, সোস্যাল ইসলামী ব্যাংক ৩টি, শাহজালাল ইসলামী ব্যাংক ১টি, স্ট্যান্ডার্ড ব্যাংক ২টি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১টি মেশিন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া ঢাকা শহরের বড় বাজারগুলোর জন্য বাকি যতগুলো মেশিন লাগবে তা সরবরাহ করবে স্কয়ার গ্রুপ