ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ৭৮ কেজি ৮২৬ গ্রাম গাঁজা, ৮৪৫ পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

আইন আদালত শীর্ষ খবর