শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বছর শুরু নিউজিল্যান্ডের

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বছর শুরু নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার বছরের প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল একপেশে। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ১৭৮ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল জয় পায় কিউইরা।

বেসিন রিসার্ভে টস জিতে ফিল্ডিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই চেপে ধরে লঙ্কানদের। ২৩ রানে তুলে নেয় ৪ উইকেট।
সেখান থেকে আরও বড় বিপর্যয় হয়নি শ্রীলঙ্কার, তবে দলটা আর মাথা তুলে দাঁড়াতেও পারেনি।

ওপেনার আভিস্কা ফার্নান্দো ৫৬ রান করলেও দলকে খাদের কিনারা থেকে বের করতে পারেননি। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি জানিথ লিয়ানাগে (৩৬), চামিদু বিক্রমাসিংহে (২২) আর ওয়ানিন্দু হাসরাঙ্গারা (৩৫)। ফলে শ্রীলঙ্কা ৪৪তম ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয়।

নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ১৯ রানে ৪ উইকেট নেন, জ্যাকব ডাফি ও ন্যাথান স্মিথ নেন ২টি করে উইকেট। স্যান্টনার ১টি উইকেট পান।

জবাবে নিউজিল্যান্ড ম্যাচটি টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকে। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ১২.৩ ওভারে ৯৩ রান তুলে নেন।
রাচিন ৩৬ বলে ৪৫ রান করে ফিরে গেলেও, ইয়াং ৮৬ বলে ১২ চারে ৯০ রান করে অপরাজিত থাকেন। মার্ক চ্যাপম্যান ৩৬ বলে ২৯ রান করেন।

নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

খেলাধূলা শীর্ষ খবর