বিএনপি সমর্থক সংগঠন জিয়া ব্রিগেড ছেড়ে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) গঠন করলেন জাহিদ ইকবাল।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনজিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সদ্য গঠিত পার্টির আহ্বায়ক জাহিদ ইকবাল এক প্রশ্নের জবাবে বলেন, “জিয়া ব্রিগেডে থেকে নতুন কিছু করতে চেয়েছিলাম। কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। আর সেখান থেকেই নতুন সংগঠনের চিন্তা।”
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে ‘ভূঁইফোঁড়’ সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হলে জিয়া ব্রিগেডের পরিসর সঙ্কুচিত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনাও ব্যর্থ হয় জিয়া ব্রিগেডের।
দীর্ঘ ১৫ বছর ধরে জিয়া ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন জাহিদ ইকবাল। সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করলেও এখন আর কোন দলের লেজুড়বৃত্তি না করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তরুণদের নিয়ে কাজ করতে চান তিনি।
জাহিদ বলেন, “মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম নিয়েই বিএনজিপির সৃষ্টি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পক্ষে কথা বলার একটি উপযুক্ত মঞ্চ বিএনজিপি। দেশের চলমান রাজনৈতিক প্রথা পরিবর্তন করে নতুন প্রজন্মের রাজনীতি সচেতন মানুষদের দিয়ে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।”
সংগঠনের যুগ্ন-আহ্বায়ক হিসেবে রয়েছেন শামীম খান, ইফতেখার আলম, জাকারিয়া নেওয়াজ, আহমেদ আনোয়ার জাহিদ, মিঠুন রায়, অ্যাডভোকেট তানভীর হায়দার, তরুণ চাকমা, নাজমা আক্তার প্রমুখ।
পুরো আহ্বায়ক কমিটি ঘোষণা না হলেও এরইমধ্যে দলটির গঠনতন্ত্র তৈরি হয়েছে দাবি করে জাহিদ ইকবাল বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে দলটি নির্বাচন কমিশনে তালিকাভূক্ত হতে পারে।”
তিনি বলেন, “দেশের ৪০টি জেলায় সংগঠনের কর্মপরিধি নিয়ে আলোচনা হচ্ছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
আত্মপ্রকাশ অনুষ্ঠানে যুগ্ম-আহ্বায়করাসহ অর্ধশত কর্মী উপস্থিত ছিলেন।