চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল, নিজেদের ভূখণ্ড জানিয়ে দিল্লির প্রতিবাদ

চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল, নিজেদের ভূখণ্ড জানিয়ে দিল্লির প্রতিবাদ

চীন নতুন দুই প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠা করেছে চীন। তবে ভারত বলছে, এই দুটি অঞ্চলে তাদের লাদাখের কিছু অংশ ঢুকে গেছে। যা নিয়ে প্রতিবাদও জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া গত ২৭ ডিসেম্বর এক প্রতিবেদনে বলেছে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার সেখানে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সেগুলোর নাম হলো ‘হেয়ান কাউন্টি’ এবং ‘হেকাং কাউন্টি’।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল নতুন দুই কাউন্টির অনুমোদন দিয়েছে। হোতান প্রশাসন দ্বারা এই দুটি কাউন্টি পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘তথাকথিত দুই কাউন্টি লাদাখের মধ্যে পড়েছে। ভারত এই অঞ্চলে চীনের অবৈধ দখলকে কখনই মেনে নেয়নি।’

তিনি বলেন, ‘আমরা চীনের হোতানের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠা সংক্রান্ত ঘোষণার ব্যাপারে অবগত। এই তথাকথিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়ে।
ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলকে কখনোই মেনে নেওয়া হবে না।’

রণধীর জয়সওয়াল বলেন, ‘নতুন কাউন্টি তৈরি করা এই এলাকার ওপর ভারতের সার্বভৌমত্বের বিষয়ে কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকেও বৈধতা দেবে না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে এ ঘটনায় একটি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি।’

ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই প্রথম নয়।
এর আগেও বহুবার ভূখণ্ড নিয়ে দেশ দুটির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ভারতের ভূখণ্ডকে চীন নিজেদের বলে দাবি করছে বলে মাঝেমধ্যেই অভিযোগ করে ভারত।

Agriculture Beauty Fashion Feature political sports Technology আন্তর্জাতিক শীর্ষ খবর