রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে নতুন বছরের প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ০। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার উত্তর-পূর্বে মিয়ানমার। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

ভূমিকম্পে সিলেট নগরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দেয়। অনেকে বাসা থেকে বেরিয়ে আসেন।
তবে এ পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন।

বাংলাদেশ শীর্ষ খবর