জেজু এয়ারলাইনসের প্রধানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

জেজু এয়ারলাইনসের প্রধানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ার মাটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জেজু এয়ারলাইনসের প্রধান নির্বাহী কিম ই-বায়েকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশত্যাগ করতে পারবেন না। খবর আলজাজিরার।

গত রবিবার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারলাইনসের ফ্লাইট ২২১৬ বিমানটি ১৮১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় ১৭৯ ব্যক্তি নিহত হওয়ার পর জেজু এয়ারের অফিস এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে পুলিশ বলেছে, আইনের অধীনে ওই দুর্ঘটনার কারণ ও এর জন্য কারা দায়ী তা নির্ধারণের জন্য দ্রুততার সঙ্গে এবং জোরালোভাবে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার মুয়ান বিমানবন্দর বলেছে, দুর্ঘটনাস্থলে এ দিনও উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন সেনা সদস্য, পুলিশ এবং সাদা পোশাকের তদন্তকারীরা।

গত বুধবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বোয়িং ৭৩৭-৮০০-এর দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে এবং সেগুলোর ডাটা বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জেজু এয়ারলাইনসের সব বহরে থাকা বোয়িংগুলোতে তদন্ত শুরু করেছেন। এ ছাড়া দেশটির সব এলারলাইনসে তারা পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

Agriculture Beauty Fashion Feature political sports Technology আন্তর্জাতিক শীর্ষ খবর