টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরো ৬ লাখ নতুন সদস্য : বাণিজ্য উপদেষ্টা

টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরো ৬ লাখ নতুন সদস্য : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সারা দেশে ৫৭ লাখ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে আরো ৬ লাখ যুক্ত হবে। আগামী রমজানে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এখন বাজারে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণ রয়েছে।
খুব শীঘ্রই তেল, চিনি, আটাসহ সব দ্রব্যমূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ চলমান রয়েছে। এ জন্য দেশের প্রতিটি জেলাতে সফর করছি। সমস্যাগুলো চিহ্নিত করছি।’

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময়সভায় বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা বলেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল পিএসসি, নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সব কর্মকর্তা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক, ১৩ উপজেলার টিসিবির ডিলাররা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ শীর্ষ খবর