পেছাল প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর

পেছাল প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর

ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে পেছাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ী সফর। আর সে কারণে স্থগিত হলো রাজবাড়ীর কালুখালীর সেনাবাহিনীর শীতকালীন মহড়া (ম্যানুভার অনুশীলন)। ওই মহড়ায় প্রধান অতিথি হওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই মহড়া।
তবে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ায় কারণে হেলিকপ্টার উড্ডয়নে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় মহড়া স্থগিত করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে ইতোমধ্যেই মহড়াস্থলে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া হওয়ার কথা ছিল। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের আসার কথা ছিল।
মহড়া দেখার পর মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করতেন তিনি। তবে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ায় কারণে হেলিকপ্টার উড্ডয়নে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় মহড়া স্থগিত করা হয়েছে

জেলা প্রশাসক আরো জানান, আগামী ৫ জানুয়ারি এই মহড়া অনুষ্ঠিত হবে এবং মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মহড়া শেষে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন।

বাংলাদেশ শীর্ষ খবর