৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৬শ� কোটি ডলার। ফলে ২০১২ সালের সাধারণ নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনী ব্যয় বিশেষজ্ঞরা বুধবার এ কথা বলেন।
�সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্সের মতে, কেবল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী মিট রমনির নির্বাচনী ব্যয়ই দাঁড়াবে ২শ� ৬০ কোটি মার্কিন ডলার।
তবে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামাকে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ডেমোক্রেটিক প্রাইমারি লড়াইয়েও প্রচুর অর্থ ব্যয় করতে হওয়ায় সেবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছিল ২শ� ৮০ কোটি মার্কিন ডলার, যা ছিল এবারের চেয়ে ২০ কোটি মার্কিন ডলার বেশি।
সাকুল্যে, ২০১২ -এর নির্বাচনী ব্যয় সর্বশেষ সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের চেয়ে ৭০ কোটি ডলার বেশি হতে যাচ্ছে।