বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি পর্যালোচনায় খ্যাতনামা আন্তর্জাতিক আইনি ফার্ম নিয়োগের প্রস্তাব


ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি ক্রয় ও উৎপাদনের ক্ষেত্রে বড় আকারের যেসব চুক্তি স্বাক্ষর হয়েছে, সেগুলো পর্যালোচনায় সহায়তার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় রিভিউ কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি খ্যাতনামা আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি সরকারকে এই পরামর্শ দেয়। একইসাথে তারা বিশেষ প্রস্তাবে জানিয়েছে, বিদ্যুৎ ক্রয়ে আহ্বানকৃত এবং অনাহ্বানকৃত চুক্তিগুলোর বিস্তারিত রিভিউ করার জন্য তাদের আরও সময়ের প্রয়োজন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা এমন সব প্রমাণ সংগ্রহ করছেন, যা আন্তর্জাতিক সালিশি আইন ও কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর বিষয়ে পুনরায় আলোচনা বা বাতিল করার সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে।

Agriculture Beauty Fashion Feature Lifestyle political sports Technology world অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক আবশ্যক ইসলামী জগত ক্রয়-বিক্রয় জেলা সংবাদ পাঠক মতামত পাত্র-পাত্রী প্রবাস বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন স্বাস্থ্য ও সুস্থতা