পুলিশের ছয়জন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ৫১ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদলির প্রজ্ঞাপন জারি করলেও আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় বদলির ঘটনা। তবে এসব বদলির তালিকা অনেক আগে থেকে মন্ত্রণালয়ের টেবিলে টেবিলে ঘুরছিল। কিন্তু কাকে কোথায় দেওয়া হবে, সে ব্যাপারে কেউ সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এ কারণে তালিকা কয়েকবার সংশোধনও করা হয়। শেষ পর্যন্ত আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত কর্মকর্তারা নিজেরাই তালিকা ঠিক করে নেন। এর পরই তালিকা চূড়ান্ত করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ছয়জন ডিআইজি, ১৯ জন অতিরিক্ত ডিআইজি ও ২৬ জন পুলিশ সুপার রয়েছেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি আছাদুজ্জামান মিয়াকে হাইওয়ে রেঞ্জে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ইকবাল বাহার চৌধুরীকে রংপুর রেঞ্জে, রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মীর শহিদুল ইসলামকে রাজশাহী রেঞ্জে, রংপুরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা ও হাইওয়ে রেঞ্জের ডিআইজি হুমায়ূন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভুইয়াকে পুলিশ সদর দপ্তরে, খুলনার অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলামকে র্যাবের পরিচালক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ লোকমান হাকিমকে র্যাবের পরিচালক, ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানকে ঢাকা রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মল্লিক ফখরুল ইসলামকে র্যাবের পরিচালক, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মো. মিজানুর রহমানকে ঢাকা রেঞ্জে, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মো. মাহবুব হাকিমকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), এসবির খন্দকার গোলাম ফারুক ডিএমপির যুগ্ম কমিশনার। এ ছাড়া পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. দিদার আহমেদকে খুলনা রেঞ্জে, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মো. জেড এ মোরশেদকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত ডিআইজি জামিল আহমেদকে র্যাবের পরিচালক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) আতিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, এম খুরশীদ হোসেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি। সিআইডির বিশেষ সুপার এস এম রুহুল আমিনকে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি, যশোরের পুলিশ সুপার কামরুল আহসান পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি। সিআইডির বিশেষ সুপার আবদুল্লাহ আল মাহমুদ ডিএমপির যুগ্ম কমিশনার। এআইজি শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, শরীয়তপুরের এসপি এ কে এম শহীদুর রহমানকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার, কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমানকে ডিএমপিতে, ময়মনসিংহের আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি), যশোরের জাকির হোসেন খানকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার, কুমিল্লার টুটুল চক্রবর্তীকে শরীয়তপুরের পুলিশ সুপার, পিরোজপুরের নওরোজ হাসান তালুকদারকে সারদার পুলিশ একাডেমি, ব্রাহ্মণবাড়িয়ার ফয়সাল মাহমুদকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, খুলনার জেলা পুলিশের আবদুল কুদ্দুসকে এসবি, পুলিশ সদর দপ্তরে আনিছুর রহমান সিআইডি, চট্টগ্রাম জেলা পুলিশের নজরুল ইসলামকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মইনুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির মাহাবুবর রহমানকে কুমিল্লার পুলিশ সুপার, বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যকে সিএমপি, ডিএমপি সদর দপ্তরের হাবিবুর রহমানকে ঢাকার পুলিশ সুপার, টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারকে চট্টগ্রামের পুলিশ সুপার, রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীরকে টাঙ্গাইলের পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার মো. মনিরুজ্জামানকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, ডিএমপির মিজানুর রহমানকে গোপালগঞ্জের পুলিশ সুপার, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে যশোরে, জামালপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাককে রংপুরে, চট্টগ্রামের রেলওয়ের পুলিশ সুপার হাবিবুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), সিআইডির বরকতউল্লাহ খানকে এসবির বিশেষ পুলিশ সুপার ও উত্তরার আর্মড ব্যাটালিয়নের মঈনুল হককে জামালপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।