তামিমের বিরল রেকর্ড

তামিমের বিরল রেকর্ড

দুই ঢাকার যুদ্ধটা ভালই জমিয়ে তুলেছেন দুই দলের বোলাররা। বলা চলে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোলারদের দাপট অব্যাহত। অন্যদিকে চট্টগ্রামের তামিম ভেন্যু বদলালেও রানের ফুলজুরি ছোটানো অব্যাহত রেখেছেন। প্রথম ম্যাচের দুই ইনিংসের পর কাল দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও করেছেন শত রান। রাজশাহীতে দারুণ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার জুনাইদ ও মিজানুর রহমান। ওদিকে খুলনায় লড়ছে রংপুর বিভাগ। নাঈম ইসলাম সেঞ্চুরি হাঁকিয়ে ঠেকা না দিলে বড় বিপর্যয়েই পড়ত দলটি।
মিরপুরে চলছে বোলারদের দাপট
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটে সারা দিন বোলারদের রাজত্বই ছিল। তবে দিনটি পেসারদের দাপটে শুরু হলেও শেষ হয়েছে স্পিনারদের দাপটে। সারা দিনে উইকেট পড়েছে ১৭টি আর রান উঠেছে মাত্র ৩১৮। ঢাকা মেট্রোর ২০৫ রানের জবাবে ঢাকা বিভাগের সংগ্রহ ৭ উইকেটে ১১৩। এ মাঠেই লো-স্কোরিং উদ্বোধনী ম্যাচে ঢাকা হারিয়েছিল রাজশাহীকে। শাহাদাত হোসেন রাজীব ৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর ইনিংসে ধস নামান। তবে শেষ পর্যন্ত আসিফ আহম্মেদ রাতুলের ব্যাটের কল্যাণে ঢাকার প্রথম ইনিংস শেষ হয় দুই শ পেরিয়ে। ৪৭.২ ওভারে ২০৫ রান সংগ্রহ করে তারা সবকটি উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে টসে জেতা মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা বিভাগ পড়েছে আরও বড় বিপর্যয়ে। স্পিনার ইলিয়াস সানি ৪ উইকেট নিয়ে রীতিমতো ধস নামান ঢাকা বিভাগের ইনিংসে। দিন শেষে ঢাকা বিভাগের সংগ্রহ ৩৪.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান।

বিকেএসপিতে তামিম ইকবাল জাতীয় লীগে সৃষ্টি করলেন নতুন রেকর্ড। প্রথম রাউন্ডে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় রাউন্ডেও প্রথম ইনিংসে সেঞ্চুরি। এমন টানা তিনটি শতকের রেকর্ড বাংলাদেশের কোন ব্যাটসম্যানের এবারই প্রথম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অফিসিয়াল স্কোরার খাইরুল আনাম ডালিম। তামিম ইকবালের ব্যাটে চড়ে চট্টগ্রামের প্রথম ইনিংসে সংগ্রহ ৩৬৭ রান সবকটি উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে সিলেট সংগ্রহ করেছে ১ উইকেট হারিয়ে ১০ রান।
বিকেএসপিতে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে চট্টগ্রাম বিপর্যয়েই পড়েছিল। কিন্তু ৫ বছর পর জাতীয় লীগ খেলতে নেমে প্রথম ম্যাচে বগুড়ায় দুই ইনিংসে সেঞ্চুরি করা তামিম গতকালও দলকে রক্ষা করেন সেঞ্চুরি করে। চট্টগ্রামের ৩৬৭ রানে তামিম একাই খেলেন ১৮৩ রানের অনবদ্য ইনিংস। ৮১ বলে ৫০, ১৪৬ বলে সেঞ্চুরি করলেও আউট হওয়ার আগে ১৩টি চার ও ১২টি ছয়ে ১৮৭ বলে খেলেছেন দুর্দান্ত ইনিংস। প্রথম শ্রেণীর ম্যাচে এটি তার ৮ম সেঞ্চুরি। অন্যদিকে তামিম ছাড়া দেশীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার ভার কাঁধে তুলে নিয়েছিলেন চট্টগ্রামের লঙ্কান ক্রিকেটার  মিলিন্দা। তিনি করেছেন ৬৪ রান। সিলেটের পক্ষে স্পিনার এনামুল হক জুনিয়র ৯৮ রানে নিয়েছেন ৬ উইকেট। শেষ বিকালে ব্যাট করতে নেমে ১০ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে সিলেট।

 

 

খেলাধূলা