বাংলাদেশের সেনাবাহিনীকে ৬০ দিনের জন্য মেজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। উক্ত সংবাদ শুনে বাংলাদেশের নিরীহ জনগণের মনে আনন্দ ও উল্লাস বিরাজ করছে। কারণ বাংলাদেশের জনগণ আশা করছে এখন তারা ন্যায় বিচার ও অন্যায়ের প্রতিকার পাবে। বিগত দিনে বাংলাদেশের কিছু লোক যারা অন্যের টাকা ছলে, বলে ও বিভিন্ন কৌশলে নিরীহ জনগণের টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলার কারো সুযোগ ছিলো না এবং বিগত সরকার গুলোও পুলিশ ও র্যাবকে লিখিত অর্ডার দিয়ে রাখেছিলো যে, তারা টাকা উদ্ধার ও জমি অবৈধ দখলমুক্ত করতে পারবে না। কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিকগনই দরিদ্র অসহায় মানুষের কোটি কোটি টাকা ও কোটি কোটি টাকার জমি অবৈধভাবে দখল করে রেখেছে। এই গুলোর সুরাহা হওয়া একান্ত প্রয়োজন বলে বাংলাদেশের জনগণ মনে করে।