চিত্তরঞ্জন কটন মিলস ফের চালু করা হবে: বস্ত্রমন্ত্রী

চিত্তরঞ্জন কটন মিলস ফের চালু করা হবে: বস্ত্রমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অবস্থিত চিত্তরঞ্জন কটন মিলস পরিদর্শন করেছেন।

মন্ত্রী মিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের জানান, ১৪ বছর ধরে বন্ধ থাকা মিলটি এ বছর চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, মিলের মধ্যে তাঁতপল্লী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত তাঁতপল্লীতে ২০-২৫টি তাঁত কারখানা গড়ে তোলা হবে। এসব কারখানায় অনেক বেকারের কর্মসংস্থান হবে।

মিল পরিদর্শনের সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মুকবুল, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসির) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ-উল-আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর