জাতীয় সরকার গঠন


আগামী নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা একান্ত প্রয়োজন। বহির্বিশ্বের আগ্রাসী কার্যকলাপ ও দেশের ভিতরের চক্রান্তকারীদের মোকাবিলা করার জন্য জাতীয় সরকারের প্রধান মন্ত্রী হিসেবে আগামী ৫ বছর জন্য প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে মনোনিত করা উচিত।
অতি দ্রুত নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে, জাতীয় সরকার গঠন করা হলে আগামী ৫ বছর পরের নির্বাচনেও বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তখন বিএনপি দীর্ঘ দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সম্ভাবনা সৃষ্টি হবে।
কিন্তু যদি সামনের নির্বাচনে জাতীয় সরকার গঠন না করে বিএনপি সরকার গঠন করে তাহলে পরের নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম‌ও হতে পারে।

অন্যান্য রাজনীতি শীর্ষ খবর সম্পাদকের কলাম